Thursday, September 13, 2012

বিশ্বে মুক্ত সাংবাদিকতার ঝুঁকি বাড়ছে

সরকার এবং বিভিন্ন জঙ্গি ও অপরাধী সংঘঠনের নানা মুখী চাপে সারা বিশ্বে মুক্ত সাংবাদিকতায় ঝুঁকি বাড়ছে বলে মনে করেছে নিউইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি ট প্রটেক্ট জার্নালিষ্টস (সিপিজে) আর ইন্টারনেট ভিত্তিক অপরাধ দমনে যুক্তরাষ্ট্র সরকারের আইন তৈরীর উদ্যোগও সাংবাদিকতাকে বাধার মুখে ফেলেছে বলে এক রির্পোটে সিপিজে উল্লেখ করেছে। সারা বিশ্বের গণ মাধ্যমের স্বাধীনতা নিয়ে একটি জরিপের ভিত্তিতে কিছুদিন আগে অ্যাটাকস্ অন দি প্রেস শীর্ষক এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে সিপিজে বলেছে অপরাধ মতানৈক্য ও দমন পীড়নের খবর চাপা দেয়ার জন্য সরকার ও অপরাধীদের পুরনো কৌশলের পাশাপাশি নতুন নতুন সব হুমকীর মোকাবিলা করতে হচ্ছে সাংবাদিকদের। তাছাড়া যুক্ত রাষ্ট্র  সরকার গত বছর ষ্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট (সোপা) ও প্রোটেক্ট ইন্টারনেট প্রোভাইডার অ্যাক্ট (পিপা) নামে দুটি আইন করার উদ্যোগ নেয়ায় ‘মুক্ত সাংবাদিকতার চর্চা’ ও ঝুঁকির মুখে পড়েছে। সিপিজের নির্বাহী পরিচালক জোয়েল সিমন্স বলেছেন, তথ্য অপ্রকাশিত থাকলে রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ বা যে কোন অনিয়মের ঘঠনা ও চাপা পড়ে যায়। তথ্য প্রযুক্তির এ যুগে সেনসরশিপ বিশ্বের যে কোন জাতি গোষ্টির জন্যই এক ধরনের মানবাধিকার লংঘন। আমাদের জোরালো ভাবে এর মোকাবেলা করতে হবে। সিপিজের রিপোর্টে আরও বলা হয়েছে আরব বিশ্বের সাম্প্রতিক গন জাগরনে মুক্তির প্রত্যাশা জাগলেও দেশ গুলোতে সাংবাদিকদের ঝুকি হঠাৎ করেই বেড়ে গেছে। এশিয়াতে গন মাধ্যমও সাংবাকিদের ভয় ভীতি প্রদর্শন এখন ও নিয়মিত ঘঠনা এ সংস্থার জরিপে দেখা গেছে। আফ্রিকায় অনুসন্ধানী রিপোর্ট কে উন্নয়নের জন্য বাধা হিসেবে বিবেচনা করা হয়। লাতিন আমেরিকায় রাষ্ট্রায়র্ও গণ মাধ্যমকে ব্যবহার করা হয় মুক্ত গনমাধ্যমের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে। শতাধিক দেশও অঞ্চলের তথ্য উপাত্তের ভিত্তিতে এই রিপোর্ট তৈরী হয়েছে জানিয়ে সিপিজে বলেছে ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশে অন্তত ১৫৬ জন সাংবাদিক হত্যার মামলা এখন ও অমিমাংসীত রয়েছে। জরিপের তথ্য তুলে ধরে রিপোর্ট বলা হয়েছে, ২০১১সালে সারা বিশ্বে অন্তত ৪৬ জন সাংবাদিক নিহত হয়েছেন কারাবিন্দ হয়েছেন অন্তত ১৭৯জন। (শিবব্রত).

No comments:

Post a Comment